বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ২৯

CMGPublished: 2024-09-06 16:09:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø চীন যুগে যুগে আফ্রিকার পাশে আছে এবং থাকবে

Ø চীন ও বাংলাদেশ কিভাবে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে একসঙ্গে কাজ করতে পারে: সাক্ষাতকার

সারা বিশ্ব এখন কার্বন নিঃসরণ কমিয়ে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নেযোগ্য জ্বালানিতে ঝুঁকছে। ইউএনইপি বা ইউনাইটেড নেশন ইনভার্নমেন্ট প্রোগ্রাম বলছে, ঘন্টায় ৫৮৪ দশমিক এক পাঁচ টেরাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করে বিশ্বে শীর্ষে অবস্থান করছে চীন আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৫৩ তম, দেশটি উৎপাদন করে ঘন্টায় শূন্য দশমিক চার দুই টেরাওয়াট। বাংলাদেশে নবায়নেযোগ্য জ্বালানির ক্ষেএ বাড়াতে উদ্যোগী হয়েছে। এই বিষয়ে চায়না আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সোলার এন্ড রিনিউল এনার্জি এসোসিয়েশনের (বিএসআরইএ) প্রধান উপদেষ্টা দীপাল চন্দ্র বড়ুয়া।

এই খাতের উন্নয়নে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে জানিয়েছেন তিনি।

১. এই সংক্রান্ত নীতি সংস্কার প্রয়োজন, ২. প্রযুক্তিগত উন্নয়ন ৩. এই খাতে আরও বিনিয়োগ।

Ø যুগে যুগে আফ্রিকার পাশে আছে থাকবে চীন

মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে মরুভূমির কেন্দ্রস্থলে গড়ে উঠেছে ৫ লাখ ৫ হাজার বর্গ মিটারের সুবিশাল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি। ২০টি বাণিজ্যিক ও আবাসিক আকাশচুম্বী ভবন আছে এখানে। এর মধ্যে ৩৮৫ মিটার উঁচু আইকনিক টাওয়ারটি আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ এই প্রকল্প আফ্রিকার একটি ল্যান্ডমার্ক হয়ে আছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn