বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ২০

CMGPublished: 2024-07-05 19:06:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

· প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমানের সাক্ষাৎকার

· চীনে জেগে উঠছে ঘুমের অর্থনীতি

সাক্ষাৎকার : চীন সফর নিয়ে প্রত্যাশা ও সম্ভাবনা

আর মাত্র কয়েক দিন পর প্রধানমন্ত্রী বহুল আলোচিত চীন সফর। এই সফর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীসহ ব্যবসায়ি প্রতিনিধি দলের চীন সফর নিয়ে নানা প্রত্যাশার কথা জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, চীন থেকে বিনিয়োগ আকর্ষণ করে সরবরাহ সক্ষমতা বাড়িয়ে রপ্তানিকে বিস্তৃত করা যেতে পারে, পায়রা বন্দরকে গিরে শিল্প বলয় তৈরি করা, বাংলাদেশের একশোটি অর্থনৈতিক এলাকার মধ্যে কয়েকটি অর্থনৈতিক এলাকার চীন কে বাণিজ্যের জন্য দেওয়া যেতে পারে সেই সুযোগ সৃষ্টি করা যেভাবে ভারতকে দেয়া হয়েছে।

চীনে জেগে উঠছে ঘুমের অর্থনীতি

১৯৯৫ সাল থেকেই করপোরেট চাকরি করছেন চাং মিন। গত তিন বছর ধরে ভুগছেন মারাত্মক নিদ্রাহীনতায়। তবে ঘুম সংক্রান্ত নানা পণ্যের কারণে চাং তার ঘুম ফিরে পেতে শুরু করেছেন।

তিনি বললেন, ”ঘুমের জন্য কার্যকর অনেক পণ্যই আমি ব্যবহার করেছি। চোখের মাস্ক, ইয়ারপ্লাগ, ঘুমের অ্যারোমাথেরাপি, এসেনশিয়াল অয়েল এবং মেলাটোনিন। গত বছর আমি ঘুমের জন্য বিশেষভাবে তৈরি ম্যাট্রেস ও মেমোরি ফোম বালিশও কিনেছি। দুই বছরে এসব পণ্যের জন্য আমার ব্যয় হয়েছে ১০ হাজার ইউয়ানেরও বেশি।

গত মার্চে চায়না স্লিপ রিসার্চ সোসাইটির গবেষণায় দেখা যায়, চীনের বেশিরভাগ মানুষ সাধারণত রাত ১২ টার পরে ঘুমাতে যান এবং গড়ে ৬ ঘণ্টা ৪৫ মিনিট করে ঘুমান।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn