বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ১৮

CMGPublished: 2024-06-21 17:23:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

· বাংলাদেশের উন্নয়নের গতিধারা ও চীনের সাথে তুলনা করে বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বিশ্লেষণ

· চীনের ওয়াংচৌতে ডিজিটাল প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে পোশাক শিল্পে

বিশ্লেষণ : বাংলাদেশের উন্নয়নের গতিধারা ও চীনের সাথে তুলনা করে বাংলাদেশের বাজেট

সম্প্রতি বাংলাদেশে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে সংসদে। এই বাজেট নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) য়ের গবেষণা পরিচালক এস এম জুলফিকার আলীর কাছে জানতে চেয়েছিলাম, অন্যান্য দেশ বিশেষ করে চীনের সঙ্গে তুলনা মূলক বিশ্লেষণ করে তার মতামত কারণ অল্প সময়ে চীন একটি শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। সেই তুলনায় বাংলাদেশের পরিকল্পনা ও উন্নয়নের গতিধারা ঠিক কোন পথে যাচ্ছে এবং প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন কি?

চীনের ওয়াংচৌতে ডিজিটাল প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে পোশাক শিল্পে

চলতি মাসের শুরুতে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ পোশাক শিল্পে উচ্চমান উন্নয়নে একটি নীতি ঘোষণা করে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে শহরটিকে চীনের বিশেষায়িত পোশাক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা।

শহরের কেন্দ্রে দাসিয়ানচেং বিজনেস সেন্টারে পোশাকের ফেব্রিক, অনুষঙ্গ, ডিজাইন স্টুডিও, ই কমার্স পরিষেবা রয়েছে যা পোশাক প্রস্তুত ও সরবরাহকারীদের জন্য উচ্চমানের পেশাদার ও বিস্তৃত শিল্প কেন্দ্র তৈরিতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এখানে ১০০টিরও বেশি জিপার, বোতাম এবং অন্যান্য জিনিসপত্র কেনাবেচা হয়। একটা পোশাক সম্পূর্ণ করার সবই এখানে পাওয়া যায়।

শহরটিতে দুই হাজার ৭০০ পোশাক প্রস্তুত কারখানা আছে। এর মধ্যে ৭০ শতাংশ পুরুষদের পোশাক বিক্রি করে।

বেসপোক ওর্য়াকশপে একটি বুদ্ধিমান যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাপড় কাটতে পারে, যা প্রতিষ্ঠানটির কর্মক্ষমতা চারগুণ বাড়িয়েছে। যন্ত্রটি একটা স্যুটের কাপড় কাটতে সময় নেয় মাত্র সাত মিনিট। বেসপোকের ব্যাবস্থাপক ছেন সিয়াওসিয়াং বলেন, আমাদের গ্রাহক সারা বিশ্বের। গ্রাহকদের স্যুটের মাপের তথ্য কিউআর কোডে আছে। কোড স্কান করলে মাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাপড় কেটে যাবে।

ডিজাইন, নমুনা, কাটিং সেলাই থেকে ইস্ত্রি করা সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া অনুভব করা যায় এখানে ।

২০২৩ সালে ওয়াংচুতে শহর থেকে মোট উৎপাদিত পণ্যের মূল্য ৩১.১ বিলিয়ন ইউয়ান এবং ২৩৩টি প্রতিষ্ঠানের বছরের মোট আয় ছুঁয়েছে হয়েছে ২ কোটি ইউয়ান।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। প্রতিবেদন : নাজমুল হক রাইয়ান

।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

Share this story on

Messenger Pinterest LinkedIn