বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ১৮

CMGPublished: 2024-06-21 17:23:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শহরটিতে দুই হাজার ৭০০ পোশাক প্রস্তুত কারখানা আছে। এর মধ্যে ৭০ শতাংশ পুরুষদের পোশাক বিক্রি করে।

বেসপোক ওর্য়াকশপে একটি বুদ্ধিমান যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাপড় কাটতে পারে, যা প্রতিষ্ঠানটির কর্মক্ষমতা চারগুণ বাড়িয়েছে। যন্ত্রটি একটা স্যুটের কাপড় কাটতে সময় নেয় মাত্র সাত মিনিট। বেসপোকের ব্যাবস্থাপক ছেন সিয়াওসিয়াং বলেন, আমাদের গ্রাহক সারা বিশ্বের। গ্রাহকদের স্যুটের মাপের তথ্য কিউআর কোডে আছে। কোড স্কান করলে মাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাপড় কেটে যাবে।

ডিজাইন, নমুনা, কাটিং সেলাই থেকে ইস্ত্রি করা সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া অনুভব করা যায় এখানে ।

২০২৩ সালে ওয়াংচুতে শহর থেকে মোট উৎপাদিত পণ্যের মূল্য ৩১.১ বিলিয়ন ইউয়ান এবং ২৩৩টি প্রতিষ্ঠানের বছরের মোট আয় ছুঁয়েছে হয়েছে ২ কোটি ইউয়ান।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। প্রতিবেদন : নাজমুল হক রাইয়ান

।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn