বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ১৭

CMGPublished: 2024-06-13 20:04:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

· চীনে দ্রুত বাড়ছে এনইভি-র বাজার বাড়ছে, বিদেশি বিনিয়োগ

· সাক্ষাৎকার: গ্রামীণ অর্থনীতির উন্নয়নে করণীয়

চীনে দ্রুত বাড়ছে এনইভি-র বাজার বাড়ছে বিদেশি বিনিয়োগ

গত বছর চীনে যত গাড়ি বিক্রি হয়েছিল তার তিন ভাগের এক ভাগই ছিল নিউ এনার্জি ভেহিক্যাল—এনইভি। গাড়িগুলোর বেশিরভাগই চলছে শাংহাইয়ের রাস্তায়। গত বছর সংখ্যাটা ছিল প্রায় ১৩ লাখ। সেখানে সম্প্রতি এসেছিলেন ফরমুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শাংহাই ই-প্রিক্স বিজয়ী জাগুয়ার টিসিএস রেসিং টিমের মিচ ইভানস। শাংহাইয়ে এত বেশি বিদ্যুৎচালিত গাড়ি দেখে তিনি বিস্মিত।

ইভানস জানালেন, ‘এখানে প্রচুর বৈদ্যুতিক যানবাহন রয়েছে, যা দেখতে দুর্দান্ত। আমি বেশ কয়েকটি ব্র্যান্ড দেখেছি যা আগে দেখিনি।’

অন্যান্য অটো ব্র্যান্ডের মতো, জাগুয়ারও ঘোষণা করেছে তারা ২০২৫ সালের মধ্যে পুরোপুরি বিদ্যুৎচালিত গাড়ির উৎপাদনে যাবে এবং ২০৩০ সালের মধ্যে জাগুয়ার ল্যান্ড রোভার লাইনআপের বৈদ্যুতিক মডেলগুলো বাজারে আনবে।

জাগুয়ার ল্যান্ড রোভার মোটরস্পোর্টের ব্যবস্থাপনা পরিচালক জেমস বার্কলে জানালেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বেশিরভাগ গাড়ি বৈদ্যুতিক গাড়িতে পরিণত হবে। চীনে এ গাড়ির অগ্রগতি অবিশ্বাস্য। আমরা চীনকে এখন অগ্রাধিকার বাজার হিসেবে দেখছি।’

গাড়ি শিল্পে ৩০ বছরের অভিজ্ঞতা আছে নিও ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা চাং চুনয়ির। চাং জানালেন, এ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাও এখন পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে এবং আকারে তারা নিও ক্যাপিটেলকেও ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বলেছে, চীন এনআইভি’তে স্বয়ংসম্পূর্ণ এবং নিয়ন্ত্রণযোগ্য শিল্প চেইন তৈরি করেছে। বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে চীন শতভাগ স্বয়ংসম্পূর্ণ।

বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশের মতো চীনে এখন চার্জিং স্টেশনের চাহিদাও বাড়ছে। আর সেই খাতেও নজর আছে বিদেশি বিনিয়োগকারীদের।

সুইস প্রযুক্তি প্রতিষ্ঠান এবিবি এখন চীনের ক্রমবর্ধমান চার্জিং কাঠামো বাজারে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খোঁজার প্রচেষ্টা বাড়াচ্ছে।

প্রতিষ্ঠানটির চীন শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাও ইয়াং জানালেন, ‘আমরা চীনে ৩০টিরও বেশি গাড়ির গ্রাহক নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি ইভি অবকাঠামো বিনিয়োগ এবং অপারেশনে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। এ কারণে আমরা অনেকগুলো চার্জিং স্টেশন চালু করছি।’

চীনে এখন বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়ের জন্য আছে ৫০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টার অবকাঠামো। ২০৩০ সালে যা বেড়েছে ৬০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায় পৌঁছাবে। দশ গুণ বৃদ্ধির সম্ভাবনা আছে যে বাজারের, সেখানে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের আনাগোনা থাকাটাই স্বাভাবিক। আর তাই এ শিল্প সংশ্লিষ্ট অনেককেই এখন চীনে আয়োজিত বিভিন্ন অটো শোতে দেখা যায়। চীনের নতুন মডেলের গাড়ি ও প্রযুক্তিগুলোকে বেশ শ্রদ্ধাার সঙ্গেই দেখছেন তারা।

।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

।। সম্পাদনা: শাহানশাহ রাসেল

সাক্ষাৎকার: গ্রামীণ অর্থনীতির উন্নয়নে করণীয়

একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সে দেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের গ্রাম উন্নয়নে বিষয়ে মতামত দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালযয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.শফিকুল ইসলাম। তিনি চীনের চুংনান বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ উন্নয়ন বিসয়ে ডক্টরেট ডিগ্রী অর্জণ করেছেন।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

Share this story on

Messenger Pinterest LinkedIn