বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ০৭

CMGPublished: 2024-04-05 16:44:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক লি চিমিন বলেন,

চলতি বছর মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলগুলোতে আমাদের মোটরসাইকেলের বাজার প্রসারিত করার পরিকল্পনা করছি। এসব অঞ্চল থেকে পাওয়া রপ্তানি অর্ডারের মোট মূল্য প্রায় ৪০ মিলিয়ন ইউয়ান।

বর্তমানে বিদেশী বাজারে বিক্রি হওয়া মোটরসাইকেলগুলো মূলত ২৫০ সিসির উপরে। এই গাড়ীগুলোতে সাধারণত স্বয়ংক্রিয় স্টার্ট-স্টপ এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের মতো ফাংশন থাকে। এছাড়া সামনের ড্যাশবোর্ডটি একটি স্মার্ট ডিভাইস হিসেবে ডিজাইন করা হয়েছে, যেখানে মোবাইল ফোন স্ক্রিন প্রজেক্টেশন, নেভিগেশন এবং টায়ারের চাপ সনাক্তকরণের মতো একাধিক ফাংশন রয়েছে। বিদেশী পণ্যের সঙ্গে তুলনা করলে চীনা মোটরসাইকেলের দাম কম এবং অপারেটিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে।

।। প্রতিবেদন: শুভ আনোয়ার

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

প্রযোজনা, উপস্থাপনা ও অডিও সম্পাদনা - শাহানশাহ রাসেল

স্ক্রিপ্ট সম্পাদনা- ফয়সল আবদুল্লাহ

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn