চলতি বাণিজ্যের ৩৯তম পর্ব
চলতি বাণিজ্যের ৩৯তম পর্বে থাকছে:
১. বিআরআইয়ের ছোঁয়ায় বদলে গেছে সিনচিয়াং
২. বাংলাদেশকে ৭শ সেট ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেছে চীন
৩. চীনের সেবাখাতের বাণিজ্য আকর্ষণ করছে বিদেশিদের
বিআরআইয়ের ছোঁয়ায় বদলে গেছে সিনচিয়াং
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বদৌলতে বদলে গেছে ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট। বিশেষ করে সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়ণ এই অঞ্চলকে করেছে ইউরোপ ও মধ্য এশিয়ার সঙ্গে চীনের যোগাযোগের মূল কেন্দ্র। এখানকার স্থানীয় সরকার বলছে, গেল এক দশকে নজিরবিহীন উন্নয়ন হয়েছে সিনচিয়াংয়ে। বিস্তারিত থাকছে আমার তৈরি করা একটি প্রতিবেদনে।
এক দশক আগে চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কেন্দ্রভূমি হলো সিনচিয়াং। প্রস্তাবের পর থেকেই এই অঞ্চলে নজিরবিহীন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এখানকার স্থানীয় সরকার জানায়, রাজধানী উরুমচি ও এখানে স্থাপনকরা স্থলবন্দরকে ঘিরে আফগানিস্তান, পাকিস্তান ও রাশিয়া হয়ে ইউরোপসহ বিশ্বের প্রায় ২ ডজন দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে চীন।
মূলত বিআরআই সহযোগিতার আওতায় চীনের সঙ্গে মধ্য এশিয়া হয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে সংযোগকারী এই সিনচিয়াংয়ে নানা অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এই অঞ্চলে আছে ১১৮টি আন্তর্জাতিক সড়ক-মহাসড়ক যোগাযোগ রুট। এটি চীনের মোট যোগাযোগ নেটওয়ার্কের প্রায় এক তৃতীয়াংশ। বর্তমানে মধ্যএশিয়ার দেশ কাজাখস্তানের সঙ্গে নির্মাণ করা দ্বিতীয় রেলওয়ে লাইন চালু হয়েছে।
সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের ভাইস চেয়ারম্যান ইউসুপজান মামাত জানান, গেল বছর নাগাদ এখানকার বৈদেশিক বাণিজ্যের আকার দাড়ায় প্রায় আড়াইশ’ বিলিয়ন ইউয়ান। তিনি জানান, মূলত চীনের প্রধান উন্নয়ন কার্যক্রমগুলোর তৎপরতা চোখে পড়বে এই সিনচিয়াংয়ে।
ইউসুপজান মামাত, ভাইস চেয়ারম্যান, সিনচিয়াং স্থানীয় সরকার