চলতি বাণিজ্যের ২৬তম পর্ব
ছুটিতে চীনারা ছুটছেন বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে। এমনই একটি আকাঙ্ক্ষিত পর্যটন স্পট হয়ে উঠেছে মধ্যচীনের হুনান প্রদেশ। স্থানীয় দুই পর্যটক বলছিলেন এখানকার প্রাণ-প্রকৃতি, সুউচ্চ পাহাড়-পর্বত আর সেখানকার শীতল-আরামদায়ক পরিবেশ নিজ এলাকার তীব্র গরম থেকে মুক্তির পথ বাতলে দিয়েছে।
“থিয়ানমেন পর্বতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এই পর্বত দেখার পর আর কোন পর্বত দেখার মূলত প্রয়োজনই নেই। বিশেষ করে এই পর্বতের শীর্ষে যে ঠাণ্ডা তাপমাত্রা তা সত্যিই অসাধারণ ও ভীষণ আরামদায়ক।“
“এখানে এসে আমার সত্যিই দারুণ লাগছে। জায়গা অসাধারণ। বিশেষ করে সকাল বেলার আবহাওয়া আপনাকে কবি বানিয়ে দেবে। আমার কাছে এক স্বপ্নালোকের মতো মনে হয়।“