চীনের অর্থনীতির নতুন মডেল ‘শেয়ার্ড ফার্ম’
একজন শহুরে বাসিন্দা যখন এক টুকরো জমি নেন তখন তিনি হয়তো সন্তানদের নিয়ে সপ্তাহে তার জমির ফসল দেখতে আসেন। তিনি টাটকা সবজি যেমন নিজের জন্য নিতে পারেন তেমনি পরিবার নিয়ে গ্রামে বেড়ানোর আনন্দটাও পান।
উহানের বাসিন্দা ফাং ছাং জানান, “অবসর সময়ে আমি আমার পরিবার ও শিশুদের নিয়ে এখানে আসি, কৃষক জীবনের অভিজ্ঞতা ও আনন্দ পাই। পাশাপাশি আমরা নিরাপদ খাদ্য ফলাতে পারি। এরফলে এখানকার চাষীদের আয়ও বাড়ছে। আমি এই শেয়ারড মডেলের পক্ষে আছি”।
শহরের বাসিন্দাদের গ্রামে ফিরে আসা ও টুকরো জমিতে চাষ করা যেমন এক দিকে সচল রেখেছে গ্রামের অর্থনীতি অন্যদিকে প্রতিনিয়তই সমৃদ্ধ হচ্ছে স্থানীয় পর্যটন শিল্প ।