বাংলা

বাংলাদেশের পর্যটন মেলায় শতকোটি টাকার বাণিজ্য

CMGPublished: 2022-12-09 17:14:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মেলায় অংশগ্রহণকারী অনেকের মধ্যে দেশের বাইরের প্রতিষ্ঠানকে মেলায় অংশ নিতে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকে বলেছেন, দেশে এখন ডলারের সংকট চলছে। এখন মানুষকে দেশের বাইরে ভ্রমণের জন্য উৎসাহ না দিয়ে দেশের ভেতরে ঘোরাঘুরিতে আগ্রহী করে তোলা উচিত। সেটি হলে অর্থনীতির জন্য ভালো হবে।

আটাব জানায়, এবারের মেলায় ১৫টির বেশি দেশ অংশ নিয়েছে। এর মাঝে রয়েছে ভারত, শ্রীলংকা, তুরস্ক, আজারবাইজান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও বিভিন্ন দেশের এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি ও অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। এছাড়া মেলায় প্রোডাক্ট ব্রান্ডিং, বিদেশি মুদ্রা অর্জনে দেশের পর্যটন সেবার মান উন্নয়ন ও বিক্রির বাজার সৃষ্টিসহ নানান বিষয়ে সেমিনার, গোলটেবিল আলোচনা, কর্মশালা, বিটুবি সেশনসহ আকর্ষণীয় সব আয়োজন ছিল।

এ মেলা উপলক্ষে প্রথম দিন দেশের পর্যটনখাতে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। দ্বিতীয় দিনে দেশের অ্যাভিয়েশন ও পর্যটন বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। তৃতীয় দিন হয় ডিজিটাল যুগে পর্যটন শীর্ষক সেমিনার। সভাপতিত্ব করেন আটাবের সভাপতি।

সম্পাদনা – সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn