‘চট্টগ্রাম হবে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন’
লি ছেং, প্রকল্প ব্যবস্থাপক, চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোম্পানি লিমিডেট
চীনের অর্থায়নে নির্মিত দুই টিউববিশিষ্ট এই টানেলের একটির নির্মাণ কাজ হওয়ায় সম্প্রতি আয়োজন করা হয় উদযাপনের। রাজধানী ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগদেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন-বাংলাদেশ নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। আর এই টানেল বেল্ট এন্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। সামনের দিনগুলোতে দুই দেশের মধ্যকার সহযোগিতা নতুন উচ্চতায় পৌছে যাবে বলেও আশা প্রকাশ করেন লি জিমিং।
লি জিমিং, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত
এই টানেলের নির্মাণ করতে অর্থায়নের জন্য চীনকে রাজি করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচলিত কূটনীতির বাইরেও কাজ করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে সে দিনের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট সি চিনপিং ও সে সময়ের চীনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা