বাংলা

“কম মূল্যের জ্বালানী ও শ্রমশক্তি ব্যবহারের সুযোগ হাতছাড়া হয়ে গেছে।”

CMGPublished: 2022-10-28 20:40:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্যবসাপাতির ৯৭তম পর্বে যা থাকছে:

# বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং: ‘ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে’

# মানুষের স্বার্থ ও কল্যাণই প্রাধান্য পাবে সবার আগে

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“সরকার যে ডলার ঘাটতিতে পড়েছে সেকারণে তারা বিদেশী ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আইএমএফ এর কাছ থেকে সম্প্রতি যে সাড়ে ৪ মিলিয়ন ডলার ঋণ গ্রহণের যে শর্তসাপেক্ষে প্রতিশ্রুতি পেয়েছে বা আশ্বাস পেয়েছে সেখানে বিশেষত জ্বালানী খাত, বিদ্যুৎখাত, কৃষিখাত এ সমস্তখাতে ঘাটতি কমানো। সেই ঘাটতি কমানোর বিষয়টি, আমরা বলেছি যে দুর্নীতি, অপচয়, লুণ্ঠনগুলোর ব্যয় কমিয়ে এই ঘাটতি পূরণ করার কৌশল গ্রহণ করা হোক। আর সরকার সেখানে মূল্য বৃদ্ধি করে ঘাটতি কমানোর পদ্ধতি গ্রহণ করেছে। আমরা কম মূল্যের জ্বালানী ও কম মূল্যের শ্রমশক্তি ব্যবহার করার ফলে উৎপাদনে সুবিধা পাচ্ছিলাম, সেই সুবিধা এখন হাতছাড়া হয়ে গেছে। “

অধ্যাপক এম শামসুল আলম

জ্বালানী বিষয়ক উপদেষ্টা

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব

Share this story on

Messenger Pinterest LinkedIn