“নদী দূষণের জন্য ঢাকা ওয়াসা দায়ী নয়, ভুক্তভোগী”
ব্যবসাপাতির ৯২তম পর্বে যা থাকছে:
# অস্থিতিশীল বাংলাদেশের ডিমের বাজার
# উন্নয়ন ও সহযোগিতার বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এসসিও
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“নদী দূষণ বন্ধ করার জন্য নদীতে যাওয়ার দরকার নেই। দূষণের উৎসেই তা আটকে দিতে হবে। দূষণের উৎস হলো ৯টা। এর মধ্যে একটা ছিলো ট্যানারি, এটাকে বন্ধ করা হয়েছে। এতোগুলো শিল্পকারখানা আছে, এগুলোর বর্জ্য শোধনের জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করতে বাধ্য করতে হবে। এরপর আছে মেডিকেল বর্জ্য। হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার তেমন কোন উদ্যোগ নাই, সেগুলো বুড়িগঙ্গাতে নিয়ে ফেলা হচ্ছে। এরপর ঢাকায় হাজার হাজার বিল্ডিং হচ্ছে সেগুলো ৫-১০শতাংশ পর্যন্ত বর্জ্য তৈরি হয়, সেগুলো ফেলা হয় বুড়িগঙ্গায়। কাজেই নদী দূষণ রোধ করতে হলে প্রত্যেকটা উৎস বন্ধ করতে হবে।“
প্রকৌশলী তাকসিম এ খান
নির্বাহী পরিচালক, ঢাকা ওয়াসা