“পানির গুণগতমান ঠিক রাখতে নজরদারি জোরদার করতে হবে”
ব্যবসাপাতির ৯১তম পর্বে যা থাকছে:
# অস্থিতিশীল বাংলাদেশের স্বর্ণের বাজার
# ভিয়েতনাম থেকে কাজাখস্তান যাবে চীনা ট্রেন
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“দুটো দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হলো কোয়ালিটি আরেবটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি হলো যে পরিমাণ পানি আমার দরকার সেই পরিমাণ পানি ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করতে পারছি কি না। প্রয়োজন মেটাতে ওয়াসা বেশ কিছু প্রকল্প নিয়েছে। আগামী ১০ বছরে হয়তো আরো প্রকল্প আসবে। সায়দা ট্রিপমেন্ট প্ল্যান্ট থ্রি আছে, যশোলদিয়া থেকে নিয়ে আসছে। যদিও পাইপলাইনের ক্যাপাসিটি উৎপাদনের ক্যাপাসিটির অর্ধেক। আবার পানির গুণগত মানে সমস্যা থাকায় মানুষের অনেক খরচ হয়, বিপুল অর্থ আমাদের জিডিপি থেকে খরচ হয়ে যায়। পানির গুণগতমান বাড়াতে হবে। পাইপলাইন, লিকেজ ঠিক করতে হবে। এসবি নিয়ে অনেক প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু মনিটরিং জোরদার করতে হবে।“
ড. এ কে এম সাইফুল ইসলাম
অধ্যাপক
পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট, বুয়েট