“এজডিজি অর্জনের অন্যতম প্রধান অন্তরায় দুষণ”
ব্যবসাপাতির ৯০তম পর্বে যা থাকছে:
# সিচুয়ান: জমজমাট পর্যটন ও রাতের অর্থনীতি
# অস্থিতিশীল বাংলাদেশের দুধের বাজার
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্যমাত্রাগুলো অর্জনের পথে অন্য অন্তরায়গুলোর প্রধানটি হলো দূষণ। যে লক্ষ্যগুলো আছে তার ৪০ শতাংশকে পূরণ হতে বাধা দেয় এই দূষণ। বিশেষ করে পানি দূষণ। আমাদেরও এসডিজি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে তো পারছিই না বরং ঝুঁকি আরো বাড়ছে। এখন কেবল ঢাকা নয় বরং অন্যান্য শহর-উপশহরগুলোতেও দূষণ বাড়ছে।“
মোহাম্মদ এজাজ
চেয়ারম্যান
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টারের