বাংলা

সার ও তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ

cmgPublished: 2022-09-01 19:44:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“বৃষ্টিপাতের পরিমান বিগত বছরগুলোর চেয়ে এবার কম হয়েছে। এর মধ্যে সার ও তেলের দাম বৃদ্ধি , লোডশেডিংয়ের ফলে কৃষকের উপর চাপ পড়েছে। এদিকে ডিজলের কারণে তারা সাপ্লিমেন্টারি ইরিগেশন করতে পারছে না, যে কারণে তাদের উৎপাদন ব্যহত হবে। সারের দাম কমেছে, আরো কমানো হোক এরপর আমরা জোড় দিতে চাই”

বোরোর চাষের সময় সার ও তেল বেশি প্রয়োজন। সাপ্লিমেন্টারি ইরিগেশনের ক্ষেত্রে ডিজেলের ওপর নির্ভর নির্ভরতা বেশি। সাপ্লিমেন্টারি ইরিগেশনে বাধাগ্রস্ত হলে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান এই কৃষি অর্থনীতিবিদ।

তিনি বলেন, “বোরোর ৭০% ই সেচ পাম্প ডিজেজ অপারেটেড। তাই ডিজেলের দাম শুধু পাঁচ টাকা না, আরো কমুক। সরকারকে ডিজেলের ক্ষেত্রে ভর্তুকী দেওয়া উচিত”।

সম্পাদনা – সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn