“বাংলাদেশের নিজস্ব পতাকাবাহী বিমানের চীনে যাওয়া কূটনীতিক সফলতা”
ব্যবসাপাতির ৮৭তম পর্বে যা থাকছে:
# তৈরি খাবারের ব্যবসায় বিনিয়োগ বাড়ছে চীনে
# অস্থিতিশীল নিত্যপন্যের বাজার
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“বাংলাদেশের নিজস্ব পতাকাবাহী এয়ারক্র্যাফ্ট চীনে যাচ্ছে এটি অত্যন্ত আনন্দের খবর। দুই দেশের মধ্যকার কূটনীতির এটি একটি বড় অর্জন। কারণ স্বাধীনতার ৫০ বছর পর, এটি হলো। অনেকদিন ধরেই চীনা পতাকাবাহী বিমানগুলো বাংলাদেশে যাচ্ছে। দ্বিপাক্ষিক চুক্তিগুলো সাধারণত এমনই হয় যে আমার বিমান তোমার দেশে যাবে, তোমারটা আমাদের দেশে আসবে। এখন বাংলাদেশ বিমান কুয়াংচৌ ও কুনমিং আসতে পারবে, এটা অবশ্যই আমাদের কূটনীতির বিশাল অর্জন।“
ড. ফখরুল ইসলাম বাবু
প্রধান নির্বাহী কর্মকর্তা
হংকং মেক্সিমকো গ্রুপ লিমিটেড