বাংলা

গ্রিনহাউজ ফার্ম করে ভাগ্য ফিরেছে চীনা কৃষকদের

cmgPublished: 2022-08-11 20:21:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাবিবুর রহমান অভি, চীন আন্তর্জাতিক বেতার: প্রথাগত কৃষিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বিশেষ করে ব্যবহার বেড়েছে গ্রিন হাউজ ফার্মের। এর ভেতরেই বেড়ে উঠছে পুষ্টিকর নানা রকম শাকসবজি। উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসায় এর ভালো প্রভাব পড়েছে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায়। আগে যারা শ্রমিক হিসেবে মাঠে কাজ করতেন তারা এখন হয়ে উঠেছেন কয়েকটি ফার্মের মালিক।

বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের প্রান্তর। একপাশে পাহাড় আর অন্য পাশে ফসলি মাঠ। আর মাঝ পথ দিয়ে চলে গেছে রেল লাইন। প্রকৃতির সঙ্গে মিলিয়ে ট্রেনের রঙও সবুজে রাঙা।

দক্ষিণ পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাইনাং কাউন্টিতে রয়েছে এমন বেশ কয়েকটি ফসলি ক্ষেত। এইতো গেল কয়েক বছর আগেও অনুর্বর ছিল এখানকার জমি, দীর্ঘ গবেষণা আর প্রযুক্তির সহায়তায় সেখানে এখন চাষাবাদ বেড়েছে কয়েকক্ষণ। বিশেষ করে গ্রীন হাউজ ফার্মের কল্যাণে আমূল পরিবর্তন এসেছে কৃষি ব্যবস্থায়।

এসব এলাকায় শুধু চাষাবাদ পদ্ধতিতেই পরিবর্তন আসেনি, পাল্টে গেছে স্থানীয় বাসিন্দাদের জীবনমান।

স্থানীয় বাসিন্দা

“কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পর থেকে আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। আগের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করতে পারি আমরা। আমি এখন তিনটি গ্রিন হাউজের মালিক, যা থেকে প্রতিবছর আয় করি প্রায় পঞ্চাশ হাজার ইউয়ান।“

স্থানীয় রেল ও পরিবহন সেবা থাকায় এই এলাকাটি ফসল চাষাবাদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে । আর এভাবেই সমৃদ্ধির পথে বেশ কিছুটা পথ এগিয়ে গেছে এই কাউন্টি।

সম্পাদনা: সাজিদ রাজু

Share this story on

Messenger Pinterest LinkedIn