বাংলা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নাগরিক জীবনে নাভিশ্বাস

cmgPublished: 2022-08-11 20:14:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মোহাম্মদ আলম জানান, “আমরা অনেক কষ্টে আছি। এই কষ্টের মধ্যেই সরকার ৪৬ টাকা বাড়িয়ে দিয়েছে। ১০ টাকা ৫ টাকা হইলেও হইতো। এতোগুলা টাকা কি মানানসই’।

কারওয়ান বাজারে বাজার করতে আশা তোফাজ্জ্বল জানান, কাঁচা বাজারে এসে সবজির নতুন দাম দেখে আমি হতাশ। দুইদিন আগেও এর মরিচ, শাকের দাম কম ছিল”।

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সাথে বাস্তবতার কোন মিল নেই বলছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী, অধ্যাপক ম তামিম।

অধ্যাপক ম তামিম

“ বাংলাদেশে যে জ্বালানির দাম নির্ধারণ করা হয় তার সাথে ভর্তূকি দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সমন্বয় করা হয় মাঝেমধ্যে যখন দীর্ঘদিন ধরে মূল্য বৃদ্ধি পায়। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে জ্বালানির দাম কম থাকলেও বারানো হচ্ছে এর দাম। বিশ্ব বাজারে ইতিমধ্যে কমে গেছে , ক্রুড অয়েলের দাম এখন ৯০ ডলার, প্রোডাক্টের দামও এখন ১৩০-১৩৫ এর কমে আসছে , যেটা ১৭০ ডলার পর্যন্ত ছিল। এখন বাংলাদেশে যে দাম নির্ধারণ করা হয়ে হয়েছে তা ১৭০ ডলার বা উচ্চমূল্যকে যোগ করেই করা হয়েছে, যা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত না”।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর বাংলাদেশে ১৭ বার ডিজেলের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ বার বেড়েছে আর চারবার কমেছে।

সম্পাদনা- সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn