ভোজ্য তেলের নতুন দামের প্রভাব নেই বাজারে
ইস্কাটনের দিলু রোডের তেল বিক্রেতা ফিরোজ চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “আমরা এখনো নতুন রেটের তেল পাইনি। যারা ডিলার তারাও আমাদের আগের রেটেই দিতাছে। আমরাও সীমিত দামেই বিক্রি করতাছি। ৯৫৫ করে কিনে আমরা ৯৬০ টাকায় বিক্রি করতাছি। যারা কিনতে আইতাছে আমরা তাদের বলতেছি, দাম কমলে আমরা আপনাদের কম দামেই দিতে পারবো।“

কথা হয় হাতিরপুল বাজারের তেল বিক্রেতা নায়েব আলী সঙ্গে। তিনি জানান, “দাম কমছে বলতে দুই তিন টাকা কমে বিক্রি করতেছি। আমাদের লাভ হচ্ছে না। মিল মালিকরা, ডিলাররা যদি কম টাকায় দেয়, আমরাও কম টাকায়ই দিবো। আমারা তো আগের মতই দুই-তিন টাকা লাভ করি’।
এদিকে, নতুন দামের সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ২০ জুলাই থেকে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্পাদনা- সাজিদ রাজু
