এসডিজি অর্জনে সহায়ক সি চিনপিংয়ের জিডিআই
সাজিদ রাজু, ঢাকা: জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এর প্রস্তাবিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে মত দিয়েছেন বিশ্ব নেতারা। সম্প্রতি রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ফোরাম অন গ্লোবাল ডেভেলপমেন্ট সম্মেলনে এ মতামত জানান বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চীনা স্টেট কাউন্সিল ও চাইনিজ অ্যাকাডেমি অব সোশাল সায়ন্সের উদ্যোগে আয়াজিত এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয় ‘এক লক্ষ্য ও সমান অংশিদারিত্ব’।
করোনা পরিস্থিতির মতো মহামারি আর বহুমাত্রিক এতো পরিবর্তন এর আগে কখনো দেখেনি এ বিশ্ব। এর প্রভাবে বাড়ছে অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলার চাপ। আবার বিশ্বের উত্তর ও দক্ষিণ মেরুর দেশগুলোর মধ্যে উন্নয়ন বৈষম্যও ক্রমেই বড় হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ারও কোন বিকল্প নেই।
এমনই প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ২০২১ সালে প্রস্তাব করেন ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ –জিডিআই। এর মূল উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথকে সহজ করা।
তাই তো বিশ্বের ৬০টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার অন্তত ২০০ প্রতিনিধি এক ছাদের নিচে। এক লক্ষ্য, সমান অংশিদারিত্ব স্লোগানে চীনের রাজধানী বেইজিংয়ে বসে আন্তর্জাতিক সম্মেলন। এখানকার মূল উপজীব্য, এসডিজি অর্জনের সহায়ক পদক্ষেপ হিসেবে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এর প্রস্তাব করা ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’কে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।
হুয়াং কুনমিং, প্রচার কমিটির সদস্য, সিপিসি কেন্দ্রীয় কমিটি