বাংলা

বাংলাদেশে বর্ষায় অর্থনীতির ভিন্নমাত্রা

cmgPublished: 2022-06-30 20:21:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আফরিন মিম, চীন আন্তর্জাতিক বেতার: চলতি বছর নির্ধারিত সময়ের কিছুটা আগেই বাংলাদেশে আসে বর্ষা। ঋতুর ধারাবাহিকতায় বাংলাদেশে সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু আসে। আর তা সারা দেশে ছড়িয়ে পড়তে সময় লেগে যায় ওই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে এবার মে মাসের শেষেই মৌসুমী বায়ু চলে আসে। শুরু হয় বর্ষা।

বর্ষার সাথে ওতোপ্রোতভাবে জড়িত বাংলাদেশের অর্থনীতি। বৃষ্টি আর বর্ষা মানেই মাটির উর্বরতা বেড়ে যাওয়া, ফসল বোনার সময় হওয়া আর নদীতে মাছের আনাগোনা বাড়তে থাকা। সারা বছর বৃষ্টির অভাবে শুকিয়ে যায় অনেক নদী, খাল-বিল ও হাওর। বর্ষা এলে প্রাণ ফিরে আসে সেখানে।

একসময় বাংলাদেশে বছরে হতো একটি ফসল, এই বর্ষায়। বৃষ্টির মিষ্টিপানির ছোঁয়ায় ফলানো ফসল আর মাছ দিয়ে সারা বছরের খাবারের চাহিদা মিটতো এখানকার মানুষদের। বাংলাদেশে প্রাচীনকালে যে বিখ্যাত মসলিন কাপড় বোনা হতো, তা–ও বড় নৌকায় করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ত।

এখনো বাংলাদেশের দক্ষণাঞ্চলে যাতায়াতের প্রধান বাহন নৌকা, লঞ্চ। এমনকি উত্তর ও মধ্যাঞ্চলের নদী তীরবর্তী মানুষের চলাফেরা ও পণ্য আনা নেওয়ার কাজ চলে নৌকায়। বিশেষ করে হাওরাঞ্চলে থৈ থৈ পানিতে দ্বীপের মতো ঘরবাড়িগুলোর বাসিন্দাদের প্রধান বাহন নৌকা। তাই তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম আর জীবিকার অন্যতম অনুসঙ্গ নৌপথ।

নদী পথের ঐতিহ্য আর বাণিজ্যের নানা বর্ণনা পাওয়া যায় ইতিহাসে। নিকট অতীতেও নদীর পানি বেড়ে গেলে বড় মাল বোঝাই নৌকা চলাচলের খবর পাওয়া যায়। বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলা যেমন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ ব্যবহৃত হতো নৌপথের আন্তর্জাতিক রুট হিসেবে। পূর্ব এশিয়া থেকে মসলা আর হরেক রকমের শৌখিন পণ্য আসার খবর মেলে। আবার বাংলাদেশের মসলিনসহ নানা পণ্য পরিবহনের খবর পাওয়া যায়। এখন নদী ও নৌরুটের সংখ্যা কমলেও সেই ঐতিহ্য ফুরিয়ে যায়নি। বরং এসেছে আধুনিকতার ছোঁয়া।

বর্ষায় বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার আরেক উপকরণ নানা মৌসুমী ফল। এ সময় পাওয়া যায় পেয়ারা, লটকন, আমড়া, জাম্বুরা, জামরুল, ডেউয়া, কামরাঙা, কাউ, গাব ইত্যাদি নানা স্বাদের ফল। অনেক মৌসুমী ফলচাষী এসব ফলের বাগান করে থাকেন অর্থ উপার্জনের জন্য। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুর ও ঝালকাঠির পেয়ারা আবাদ হয় এই বর্ষায়।

মাছে ভাতে বাঙালি প্রবাদটির সত্যতা পাওয়া যায় বর্ষা ঋতুতে। এ মৌসুমে বাংলাদেশে প্রচুর মাছ পাওয়া যায়। খাল-বিল, নদ-নদীর পানিতে মেলে বাহারি স্বাদ ও নামের মাছ। আবার খামার কর যারা মাছ চাষ করে তাদের জন্য বর্ষা যেন আশির্বাদ।

বর্ষায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসে নৌকার হাট। ঝালকাঠি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ নদী তীরবর্তী জেলাগুলোতে বসতে দেখা যায় নৌকার হাট। ছোট ,বড় ডিঙ্গি নৌকা বিক্রি হয় এসব হাটে। নদীতে পানি বাড়লে চাহিদা বাড়ে নৌকার, বাড়ে নৌকার বিকিকিনি।

তবে বছরের অন্য সময়ের বৃষ্টির তুলনায় বর্ষার বৃষ্টির আলাদা একটি বিশেষত্ব আছে। বর্ষার মেঘমালাগুলো অনেক দীর্ঘ ও বিস্তৃত হয়। আর বৃষ্টি পড়েও অনেক সময় নিয়ে। এই সময়ে বাতাসের গতিবেগ থাকে কম। তাই তা মেঘগুলোকে সরিয়ে অন্যত্র নিতে পারে না। মেঘের ওপরে মেঘ জমে অনেক জায়গায় পুরো আকাশ কালো হয়ে যায়। বৃষ্টি চলে অনেক সময় ধরে। অনেক সময় টানা কয়েক দিন চলে বৃষ্টি।

কখনো বর্ষার অতিবৃষ্টি আনে বন্যা। চলতি বছর জুনের শুরু থেকেই ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে এসেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। মৌসুমের তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের ১২ উপজেলার ৩৫ লাখ মানুষ। তবে এবারের ভয়াবহ বন্যার জন্য সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই বড় কারণ হিসাবে বলা হচ্ছে।

সম্পাদনা: সাজিদ রাজু

Share this story on

Messenger Pinterest LinkedIn