“বাংলাদেশে বন্যার প্রধান কারণ মানবসৃষ্ট”
ব্যবসাপাতির ৭৯তম পর্বে যা থাকছে:
# ২০৩৫ সালের মধ্যে চীনে জলবায়ু সহনশীল সমাজ
# জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“ভারতের সঙ্গে বাংলাদেশের ২৫টি আন্তঃসীমান্ত নদীর পানি প্রবাহের পর্যাপ্ত তথ্য কোথাও নেই। বাংলাদেশের সরকারি সংস্থা পানি উন্নয়ন বোর্ড কিংবা যৌথ নদী কমিশনের কাছেও নেই। তথ্য না থাকলে বন্যার মতো দুর্যোগের ক্ষতি কমানোর মতো কোন প্রক্রিয়া থাকে না। আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার দুর্বলতা বাংলাদেশের বন্যার একটি বড় কারণ। কাজেই এ বন্যার প্রধান কারণ মানবসৃষ্ট। ”
মোহাম্মদ এজাজ
চেয়ারম্যান
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টার