বাংলাদেশে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন
সাজিদ রাজু, ঢাকা: ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাংলাদেশের জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের স্লোগান ঠিক করা হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু সময় পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।
বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রস্তাব করা হয় ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এবারের বাজেট ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর এটি সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি।
এদিকে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে সরকারের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে কর বাবদ আয় ধরা হয়েছে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। আর কর বহির্ভুত আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। সবমিলিয়ে প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।
বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে সরকার। এই ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা ঋণ।
এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রীতি অনুযায়ী, দুপুরে কালো ব্রিফকেস নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রবেশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেট আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উত্থাপন করা চতুর্থ বাজেট।