বাংলা

করোনাকালেও জমজমাট চীনের স্মার্ট ট্যুরিজম!

CMGPublished: 2022-05-26 19:32:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তু হাইচিয়াং, উপ-পরিচালক, দ্য প্যালেস মিউজিয়াম

“বেশি সংখ্যক দক্ষ জনবল নেওয়ার কারণে এখন ফরবিডেন সিটির পর্যটনে অনেক পরিবর্তন এসেছে। কোন পর্যটক একা একা ঘুরে যাওয়ার চেয়ে আমাদের এক্সপার্টদের ধারা-বর্ণনা আরো বেশি প্রভাব ফেলে পর্যটকদের মনে।”

পরিসংখ্যান বলছে, ফরবিডেন সিটির প্রায় ২০ লাখ সাংস্কৃতিক উপাদান ডিজিটাল আকারে প্রকাশ করা হয়েছে। উন্নত মানের ছবিসহ সব মিলিয়ে এ জাদুঘরের ৯০টি প্রদর্শনীর ব্যবসার করা হয়েছে অনলাইনে। তুং হাইচিয়াং বলছিলেন, চীনা সংস্কৃতি ছড়িয়ে দিতে দারুণ কাজ করছে এই স্মার্ট ট্যুরিজম।

“ফরবিডেন সিটির অন্তত ৭ লাখ সাংস্কৃতিক স্থাপত্যকে ডিজিটাল আকারে নিয়ে আসা হয়েছে। এছাড়া প্রতি বছরই জাদুঘরের প্রায় ৮০ হাজার পুরাকীর্তিকে ডিজিটাল আকারে উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে চীনা সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ডিজিটাল ভার্সন খুব কাজে লাগছে।”

জাদুঘর কর্তৃপক্ষ বলছে, পর্যটকদের জন্য ডিজিটাল মোবাইল মিনি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে আশপাশের খুটিনাটি স্থাপনা, প্রাচীন স্থাপত্য কীর্তি, দোকান ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে ধারনা পাওয়া যায়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn