চীনে শেষ বসন্ত বপনের প্রথম পর্বের কাজ
জি লিনঝাং, পরিচালক, কৃষি প্রযুক্তি প্রচার কেন্দ্র
“এই সহায়ক প্রযুক্তিগুলো গ্রহণ করার মাধ্যমে, কৃষকরা তাদের আয় হেক্টর প্রতি সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার ইউয়ান বৃদ্ধি করতে পারবে। কাউন্টিতে এরইমধ্যে রোপণ এলাকার পরিমাণ প্রায় ১ হাজার ৫৩৩ হেক্টরে পৌঁছেছে”।
সর্বশেষ কৃষি তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ধান রোপণ শেষ হয়েছে, বসন্তকালীন গম চাষের ৮০ শতাংশ, আলু চাষের ৬০ শতাংশ, প্রায় ৭০ শতাংশ বসন্তকালীন ভুট্টা ও
প্রায় ২০ শতাংশ সয়াবিন বীজ বপন করা হয়েছে। চলতি বছরের চাষাবাদের অগ্রগতি গেল বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি বলে জানায় স্থানীয় কৃষি অফিস।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- সাজিদ রাজু