চীনে সবচেয়ে বেশি বেতনের সেরা ১০ চাকরি
এপ্রিল ২৯, চীন আন্তর্জাতিক বেতার: বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিধর দেশ চীনে সবচেয়ে বেশি বেতন পান কোন কোন পেশার কর্মীরা? সম্প্রতি এমনই এক পরিসংখ্যানগত জরিপের তথ্য প্রকাশ করেছে চীনের গনমাধ্যম নেটওয়ার্ক ইছাই।
শিল্পমুখী চীনের অগ্রযাত্রা নতুন নয়। প্রযুক্তি ও উদ্ভাবনের যে কোন প্রতিযোগিতায় বিশ্বকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে চীন। আর এসব শিল্পের সঙ্গে জড়িতদের আয়ও বাড়ছে হুহু করে।
সম্প্রতি চীনের সর্বোচ্চ বেতনের শিল্পখাতের একটি তালিকা প্রকাশ করে গনমাধ্যম নেটওয়ার্ক ইছাই এর সহযোগী প্রতষ্ঠান ছাইচিং। তাদের পরিসংখ্যানে উঠে আসে সেরা ১০টি পেশাজীবীর তালিকা যারা গড়ে বেতন পান সর্বোচ্চ।
ছাইচিং এর তথ্য বলছে, সেরা ১০টি পেশার মধ্যে সবচেয়ে বেশি বেতনে কাজ করেন কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের কর্মীরা। গেল ফেব্রুয়ারি মাসের এক হিসেবে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে কাজ করা কর্মীদের বেতন পৌঁছেছে গড়ে ২৩ হাজার ৯৬০ ইউয়ানে।
সর্বোচ্চ বেতনে চাকরি করা পেশাজীবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বিভিন্ন কোম্পানির জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের নাম। তাদের গড় বেতন ২১ হাজার ৪০১ ইউয়ান।