বাংলা

“রিসোর্ট শিল্পের বিকাশে নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই”

CMGPublished: 2022-05-05 19:37:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্যবসাপাতির ৭২তম পর্বে যা থাকছে:

# “উদীয়মান রিসোর্ট শিল্পের মূল চ্যালেঞ্জ সেবার মান ধরে রাখা”

# চীনে সবচেয়ে বেশি বেতনের সরা ১০ চাকরি

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“রিসোর্ট বাংলাদেশের পর্যটন সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে। সামনে দিন যতোই যাবে, রিসোর্ট ব্যবসা আরো জমজমাট হবে। কাজেই এ খাতের সম্ভাবনা খুব উজ্জ্বল। তবে সেবার মান ধরে রাখার জন্য নীতিমালার কোন বিকল্প নেই। পর্যটনকে আরো বেশি জনপ্রিয় করার জন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী তদারকি করতে হবে। সংশ্লিষ্ট দফতরগুলোকে আরো তৎপর হবে। তদারকির কোন ঘাটতি যেন না হয় সেজন্য সরকারকেও তৎপর হতে হবে।”

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া

ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়

সাবেক চেয়ারম্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Share this story on

Messenger Pinterest LinkedIn