বোয়াও হোপ সিটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শুল্ক মুক্ত মেডিকেল জোন এপ্রিল ২৮ , চীন আন্তর্জাতিক বেতার ;
"লেচেং চীনের একমাত্র স্থান যেখানে জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসনের সাথে রিয়েল ওয়ার্ল্ড ডেটা একত্রে ব্যবহৃত হয়। ইদানিং লেচেং-এ 'কীভাবে রিয়েল ওয়ার্ল্ড ডেটা কাজে লাগানো যায়' তার একটি ধারা গঠন করা হয়েছে। এজন্য তুলনামূলক অল্প সময়ের এবং সীমিত প্রচেষ্টায় একটি পণ্যকে অনুমোদনের জন্য উপস্থাপন করা যায়।"
এখন পর্যন্ত, নয়টি ওষুধ এবং ১৪ টি মেডিকেল যন্ত্র একটি রিয়েল ওয়ার্ল্ড ডেটা আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে।
হাইনানকে দেশের প্রথম অবাধ বানিজ্য বন্দর হিসেবে প্রতিষ্ঠা করার পর এই প্রদেশের চিকিৎসা আইন ও নীতিকে আরও বেশি উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। কর্তৃপক্ষের প্রত্যাশা, শুল্ক-মুক্ত বানিজ্য কেন্দ্র তৈরির এ পদক্ষেপ ব্যবসায়ীদের পাশাপাশি ভ্রমণপিপাসুদেরকেও বানিজ্যে আকৃষ্ট করবে।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- সাজিদ ইস্যু