শেষ সময়ে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী
অন্যদিকে ছেলেদের পাজামা-পাঞ্জাবি কেনা শেষ। ঝোঁক এখন আতর-টুপি-সুগগ্ধির প্রতি।
নিউমার্কেট মোড়ে টুপি কিনতে এসেছে আজগর আলী। তিনি বলেন, আমার দুই পোলা আর আমার পাঞ্জাবী আগেই কিনতাছি। এখন আইছি আতর কিনতে ।
ক্রেতাদের এ চাহিদাকে মাথায় রেখে বাজারে এসেছে নতুন ডিজাইনের টুপি। এবারের ঈদে দেশে তৈরি টুপির চাহিদা রয়েছে বলে জানান দোকানিরা।
নিউ মার্কেটের টুপি, আতর দোকানের মালিক আবু বকর সিদ্দিক চীন আন্তর্জাতিক বেতারকে বলেন, ‘রমজানের প্রথম ২০ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দোকানে পাইকারী হিসেবে বেশি বিক্রি হয়েছে। আমরা দামও কম রাখছি। এখন শেষ মুহূর্তে খুচরা বিক্রি বেশি হচ্ছে।’
ভিডিও প্রতিবেদন- আফরিন মিম
ভিডিও সম্পাদনা- সাজিদ রাজু