বাংলা

আমদানি-রফতানি বাণিজ্যের অন্যতম আকর্ষণ ক্যান্টন ফেয়ার

CMGPublished: 2022-04-21 19:21:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মেলায় ২৯ লাখ পণ্য প্রদর্শিত হচ্ছে যার মধ্যে আছে ৯ লাখ নতুন পণ্য। এর পাশাপাশি সাড়ে ৪ লাখের বেশি পরিবেশবান্ধব পণ্য প্রদর্শিত হচ্ছে।

ক্যান্টন ফেয়ারের মুখপাত্র ও চীনের বাণিজ্য প্রতিমন্ত্রী সু বিং বলেন, ‘ক্যান্টন ফেয়ার ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে আরও যথাযোগ্য সমন্বয় করার এক প্রচেষ্টার নাম। বাণিজ্যে দক্ষতা বাড়াতে আমরা ডিজিটাল প্লাটফর্ম ও চ্যানেলের উন্নয়ন ঘটিয়েছি। চীনের ৫শ’র বেশি কোম্পানি ও বিদেশের শীর্ষস্থানীয় ২০টির বেশি বহুজাতিক করপোরেশন আমাদের ক্লাউড প্রোমোশন ইভেন্টে রেজিস্ট্রেশন করেছে।’

মেলায় গিফট আইটেম, সোলার প্যানেলের মতো চীনের নানা রকম পণ্য প্রদর্শিত হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও। বাজার বিশ্লেষণ ও অঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে জনপ্রিয় করাও এ মেলার অন্যতম উদ্দেশ্য।

চায়না ইন্টারন্যাশনাল ট্রেড রিপ্রেজেনটেটিভ ওয়াং শোওওয়েন বলেন, ‘ক্যান্টফেয়ারকে চীন সরকার অনেক গুরুত্ব দেয়। প্রেসিডেন্ট সি চিনপিং মেলার গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানিয়ে দুই বার অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বৈদেশিক বাণিজ্যে উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও অন্তর্জাতিক বাণিজ্যে বিনিময় বাড়াতে এ মেলাকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।’

অনলাইনে এ মেলা চলবে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn