প্রত্যাশার তুলনায় মন্দা বৈশাখী কেনাকাটায়
বাজারে ঘুরতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, রোজার কারণে বৈশাখ উদযাপনে অনেকেই আলাদাভাবে কোনো কিছু সেভাবে কিনছেন না।
রাজধানীর বেইলি রোডে বৈশাখী কেনাকাটা করতে আসা হুমায়রা বলেন, করোনার কারণে গত দুই বছর বৈশাখী আনন্দ করতে পারিনি। এবার বন্ধুরা সবাই একই রকম জামা কিনছি”।
বসুন্ধরা সিটি কমপ্লেক্সে শাড়ি কিনতে আসা শান্তা রহমান বলেন, “বাঙালির প্রাণের উৎসব নতুন জামা না কিনে থাকা যায়? শাড়ি কিনতে এসেছি। হাজার টাকার শাড়ি ১৫০০ টাকা চাচ্ছে। দামদর করে ১২০০ টাকায় কিনেছি”।
ছেলে মেয়ের জন্য জামা কিনতে আসা আজমির সুমনা চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “বৈশাখ আর ঈদ এবার কাছাকাছি সময়ে। তা ই পরিবারের সবার বৈশাখের জন্য কেনা হলো না। ছেলে মেয়ের জন্য জামা কিনলাম।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- সাজিদ রাজু