“বাংলাদেশে আরো ভিন্ন মাত্রা পাবে উৎসবের অর্থনীতি”
ব্যবসাপাতির ৬৯তম পর্বে যা থাকছে:
# প্রত্যাশার তুলনায় মন্দা বৈশাখী কেনাকাটায়
# সিনচিয়াংয়ে জীবনমানে পরিবর্তন
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“দ্রব্যমূল্যের সমস্যা সারা বিশ্বেই। এর মধ্যেই যতোটুকু পারা যায়, মানুষ আনন্দ উদযাপন করছে। জিনিসপত্রের দাম নিঃসন্দেহে বেড়েছে। তবে আমাদের দেশে চালের দাম খুব একটা বাড়েনি। কাজেই খেয়ে পরে বেঁচে থাকার পরও প্রত্যেকের ঘরেই কিছু সঞ্চয় আছে। এমন না যে মানুষ না খেয়ে আছে, সেজন্য কেনাকাটা করতে পারছে না। অর্থনীতি অনেক বদলে গেছে। আগের সেই মরা কার্তিক এখন আর বাংলাদেশে নেই।”
ড. আতিউর রহমান
বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়