রোজায় চড়া ইফতারি পণ্যের বাজার
দাম বেড়েছে সব ধরনের মাছ ও মাংসেরও। বিশেষ করে গরুর মাংসের দাম বেঁধে দেয়া হলেও সুযোগ বুঝে ব্যবসায়ীরা বাড়তি টাকা নিচ্ছেন। গত বছর প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৫৫০-৬০০ টাকা ছিল। খাসির মাংসের দাম ছিল ৮০০-৯০০ টাকা। বর্তমানে কেজি প্রতি গরুর মাংস ৬৫০-৬৮০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
সেগুনবাগিচা বাজারে বাজার করতে আসা কর্মজীবী নারী স্বপ্না আক্তার জানান, ‘রোজায় দেখা যায় মাংসটা বাচ্চারা বেশি খেতে চায়। কিন্তু যেভাবে দাম বাড়ছে, আমাদের মত মধ্যবিত্তদের জন্য খাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে’।
এদিকে মুরগির দামও কিছুটা বেড়েছে। সোনালি মুরগি গড়ে ৩০০ টাকা, ব্রয়লার ১৮৫ টাকা ও লেয়ার ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রোজার আগে কাঁচা মরিচ ছিল ৩০ টাকা কেজি, আর এখন তা ৪০ টাকা। ২০ টাকার শসা বিক্রি হচ্ছে মান ভেদে ৪০ থেকে ৫০ টাকায়। ধনেপাতা ছিল ১২০, এখন ১৮০ থেকে ২০০ টাকা।
হাতিরপুল বাজারে বাজার করতে আসা আয়েশা খাতুন জানায়, ‘প্রতিদিনই বাজার করতে আসলে দেখি কিছু না কিছুর দাম বাড়ছে। কি কিনবো বুঝেই উঠতে পারি না’।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- সাজিদ রাজু