রেকর্ড যাত্রী ও পণ্য পরিবহন করেছে চীন-লাওস রেলওয়ে
এপ্রিল ৭, চীন আন্তর্জাতিক বেতার: চালু হওয়ার ৪ মাসের মধ্যেই ২২ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে চীন-লাওস রেলওয়ে। একই সময়ে এ পথে পণ্য পরিবহন করা হয়েছে ১৩ লাখ টন। চীনের রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেডের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, এখন পর্যন্ত এই রেলপথে চীনা অংশ প্রতিদিন চলাচল করে ২৩ জোড়া যাত্রীবাহী ট্রেন। অন্যদিকে, লাওস অংশ চলাচল করে প্রতিদিন ২ জোড়া ট্রেন।
ট্রেনের সময় সীমা ঠিক রাখা, পরিবেশবান্ধব ও বহু ভাষায় সেবা পাওয়ার নিশ্চয়তাসহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে এসব ট্রেনে। এর ফলেই এ রুটে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানায় রেলওয়ে গ্রুপ।
নতুন চালু হওয়া এই ট্রেনরুট যুক্ত করেছে থাইল্যান্ড, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, সিঙ্গাপুরসহ ১০ দেশকে। চীন ও আসিয়ানভুক্তি দেশগুলোর মধ্যে পণ্য পরিবহনকে আরো সহজ করে দিয়েছে।
রেলওয়ে বিভাগ বলছে, এখন পর্যন্ত ২ হাজার ২৩টি মালবাহী ট্রেনের মাধ্যমে এ পথে ১৩ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। এর মধ্যে ৪২৭টি ছিলো আন্তর্জাতিক রুটের মালবাহী ট্রেন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউননানের কুনমিং শহরের সঙ্গে এ রেলপথ যুক্ত করেছে ভিয়েতনামের রাজধানী ভিয়েনতিয়েনকে। ১ হাজার ৩৫ কিলোমিটার দীর্ঘ এ রেলপথটি চীনের অন্যতম বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেরও অংশ।
প্রতিবেদন: সাজিদ রাজু