বাংলা

“উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত শক্তিশালী তদারকি প্রয়োজন”

CMGPublished: 2022-04-08 21:02:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্যবসাপাতির ৬৮তম পর্বে যা থাকছে:

# রোজায় চড়া ইফতারি পণ্যের বাজার

# চীনে চলতি বছর বাড়বে সরিষা তেলের উৎপাদন

# রেকর্ড যাত্রী ও পণ্য পরিবহন করেছে চীন-লাওস রেলওয়ে

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“বাজার মনিটরিংটা আসলে খুব দরকার। আমাদের ভ্রাম্যমাণ আদালত আছে, তারা যদি ঠিকমতো বাজার মনিটরিং করে তাহলে আমরা ব্যবসায়ী নেতৃত্ব তাদের সহযোগিতা করবো। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, যদি কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে, অন্যায়ভাবে মালের দাম বাড়ায়, সরকার তাদের যে শাস্তি দেবে আমরা মেনে নেব।”

আরিফুর রহমান টিপু

সাধারণ সম্পাদক

ঢাকা মহানগর দোকান মালিক সমিতি

Share this story on

Messenger Pinterest LinkedIn