বাংলা

গিনিতে চীনের স্বাস্থ্যসেবা দল: মানবসেবার দৃষ্টান্ত

cmgPublished: 2022-03-17 20:38:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৮ মাসের মিশনে অনেক সংকটাপন্ন রোগীকেও চিকিৎসা দিয়ে সুস্থ্য করেছে চীনা মেডিকেল দল। নিউরোমেডিসিন সেন্টার ও গিনির ফার্স্ট নিউরোসার্জারি মাইক্রোস্কোপিক ল্যাবরেটরি স্থাপনেও সহায়তা করেছে এ দলটি।

সাইলা, নিউরোসার্জন

“আমি যখন মাইক্রোস্কোপে প্রথমবারের মতো সরু রক্তনালী দেখি তখন চমকে গিয়েছিলাম। সার্জারির সময় আমরা রক্তনালী পর্যবেক্ষণ করছিলাম। আগে মাইক্রোস্কোপে দেখে অপারেশন করতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু দেখেছি এটি খুবই সুবিধাজনক পদ্ধতি। সার্জিকাল চিকিৎসায় এটি বিশাল সহায়তা করে।”

২০২১ সালে ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি চীনা মেডিকেল মিশন এসেছে এখানে। কাজ করেছে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে।

চায়না-গিনি ফ্রেন্ডশিপ হসপিটালের পরিচালক ডিয়ান জানান, মেডিকেল মিশন তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।

“আমি প্রত্যেকের নামের তালিকা দিতে পারছি না কিন্তু তারা সকলেই খুবই যোগ্য ও নিবেদিত চিকিৎসক। তারা কঠোর পরিশ্রমী। আমরা মেডিকেল মিশনের কাছ থেকে তাত্ত্বিক ও ব্যবহারিক দুই দিক থেকেই অনেক কিছু শিখেছি।”

গিনিতে ১৮ মাসের মিশন শেষে সম্প্রতি ফিরে যান চিকিৎসকরা। তবে তাদের অবদান ভোলেনি গিনি। স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানায় গিনির স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn