বাংলা

চীন: সমৃদ্ধি ও উদ্ভাবনের উদাহরণ হলো যেভাবে

CMGPublished: 2022-03-11 16:06:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এদিকে, গবেষণা ও উদ্ভাবনে গতি আনতে বিপুল পরিমাণ অর্থের তহবিল গঠন করেছে চীন। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে চীনের জাতীয় গবেষণা ও উন্নয়ন ব্যয় ২০২০ সালের তুলনায় বেড়ে হয়েছে প্রায় ১৫ শতাংশ। এর পরিমাণ ২ হাজার ৭৮৬ বিলিয়ন ইউয়ান বা ৪৪০ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষ করে দেশটিতে মৌলিক গবেষণা খাতের ব্যয় ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশের বেশি।

মহাকাশ অনুসন্ধান থেকে শুরু করে পারমাণবিক পদার্থবিদ্যা, কোয়ান্টাম বিজ্ঞান, জীব প্রকৌশল ও অন্যান্য ক্ষেত্রে চীন অর্জন করেচে যুগান্তকারী সাফল্য। আর এসবই প্রভাব ফেলেছে দেশের অর্থনৈতিক উন্নয়নে।

WIPO এর প্রতিবেদনে আরো বলা হয়, আগের বছরের তুলনায় ২০২১ সালে উচ্চ প্রযুক্তির উৎপাদনখাতে মূল্য সংযোজন করেছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ। ফলে এ খাতে মুনাফা হয়েছে ৪৮ শতাংশ বেশি। পরিসংখ্যানে দেখানো হয়, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ৬০ শতাংশের বেশি অবদানে রেখেছে বিজ্ঞান ও প্রযুক্তিখাত। এই উন্নয়ন চীনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn