বাংলা

আর্থিকভাবে স্বাবলম্বী নারী; অধিকার প্রতিষ্ঠায় কতদূর?

CMGPublished: 2022-03-11 15:58:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, মার্চ ১০: দিন দিন বেড়েই চলছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ। নারীরা এখন আর শুধু ঘরেই কাজেই সীমাবদ্ধ নেই। শিক্ষক, নির্মাণকর্মী, বিজ্ঞানী, ব্যাংকার, উদ্যোক্তা, শিল্পী, গণমাধ্যমকর্মী প্রায় সব পেশাই বেছে নিচ্ছেন নারী। এমনকি এখন পেশা হিসেবে গৃহকর্মকেও বেছে নিচ্ছেন তাঁরা। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছে নারীরা।

বিবিএসের জরিপ অনুযায়ী, এক কোটি ৮৭ লাখ নারী কৃষি, শিল্প ও সেবা —অর্থনীতির বৃহত্তর এই তিন খাতে কাজ করছে।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘সার্ভে অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ’ জরিপের তথ্যমতে দেশে নারীর কর্মসংস্থান বাড়ছে শিল্প খাতে নারীর অংশগ্রহণ ৪৪ শতাংশ। সংখ্যার হিসাবে তা ২৪ লাখ চার হাজার ৬৭১ জন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতির পটপরিবর্তনে একটি উল্লেখযোগ্য দিক। স্বাধীনতার পাঁচ দশকে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের সফলতায় বড় অবদান রেখেছেন নারীরা।

২০২০ সালে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় বলা হয়, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর অবদান প্রায় ২০ শতাংশ। তবে সংসারের ভেতর ও বাইরের কাজের মূল্য ধরা হলে নারীর অবদান বেড়ে দাঁড়াবে ৪৮ শতাংশ।

উৎপাদনব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়লেও নারী কর্মীদের বেশির ভাগই শ্রমজীবী। তবে শ্রমবাজারে নারীর একটা বড় অংশ অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত।যেমন কর্মজীবী নারীদের অর্ধেকের বেশি কৃষিকাজ ও গৃহস্থলির কাজে নিয়োজিত।

অর্থনীতি কিংবা সামাজিক মানদন্ডের বিচারে যা এখনো অস্বীকৃত। সাম্প্রতিক সময়ে গৃহস্থালি ও সেবামূলক কাজে নারীর অবদানের বিষয়টি জাতীয় পর্যায়ে স্বীকৃত দেওয়া আলোচনায় এলেও আর্থসামাজিক প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবে অর্থবহ হিসেবে বিবেচনা করা হয়না।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn