“নারীর প্রতি বৈষম্য বিলোপের শুরুটা হতে হবে পরিবার থেকে”
ব্যবসাপাতির ৬৩তম পর্বে যা থাকছে:
# আর্থিকভাবে স্বাবলম্বী নারী; অধিকার প্রতিষ্ঠায় কতদূর?
# চীন: সমৃদ্ধি ও উদ্ভাবনের উদাহরণ হলো যেভাবে
# স্থানীয়ভাবে চাহিদা বেড়েছে ইউননান প্রদেশের কফি
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“পরিবার থেকেই শিশুদের প্রতি বৈষম্য বাদ দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মেয়ে শিশু ও ছেলে শিশুর প্রতি বৈষম্য না করা হয়। তাদের যদি পরিবারে সমান সুযোগ দেওয়া হয়, পরিবার থেকেই যদি বৈষম্য না থাকে তখন তার মানসিকতা বিকাশ হয়। তখন যে নানা রকমের সুযোগ পেতে পারে। এ কারণেই বর্তমান সামাজিক ব্যবস্থা বা পরিবেশ যেটা নারীর মনোভাবকে প্রভাবিত করে।”
ড. সায়মা হক বিদিশা
অধ্যাপক, অর্থনীতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়