বাংলা

চীনে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন আফ্রিকান চিকিৎসক

CMGPublished: 2022-02-17 19:17:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘তিনি বেশ কঠিন শিক্ষক। কিন্তু আমরা তাকে পছন্দ করি। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা তার কাছ থেকে অনেক শিখেছি।’

জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন চীনা নাগরিককে। এরপর ১৯৯৮ সালে ইউননান প্রদেশে বসবাস শুরু করেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। স্ত্রী - কন্যা ইউননান প্রদেশের কুনমিং শহরে থাকলেও তার বেশিরভাগ সময় কাটে ছাংদু শহরে এবং পল্লী এলাকায়। আর কাজের চাপে খুব বেশি সময় দেয়া হয় না স্ত্রী ও সন্তানকে।

ডা. ডিয়ারার স্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আশা করি সে আমাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারে। কিন্তু অধিকাংশ সময়ই কাজের জন্য তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হয়। ’

ডা. ডিয়ারা মনে প্রাণে একজন চিকিৎসক। চিকিৎসো পেশায় অতিবাহিত করছেন পুরো জীবন। কেবল শারীরিক নয় বরং মানসিকভাবেও কীভাবে ভালো থাকা যায় তা নিয়েও কাজ করছেন তিনি। অসংখ্য মানুষকে সেবা দেওয়া ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে জীবদ্দশাতেই মানবতার প্রতীক হয়ে উঠছেন এ চিকিৎসক।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn