তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৩
ড্যানিয়েল চীনে এসেছেন ২০১৫ সালে। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ে এরোন্যাটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন। ড্যানিয়েল, আফ্রিকান সঙ্গীত ও চীনা সংস্কৃতির মিশেলে নতুন ঘরানার সঙ্গীত সৃষ্টিতে বেশ পটু।
ড্যানিয়েল রুকিকো
‘অধিকাংশ চীনা গানেরই অনেক গভীর মর্ম রয়েছে। আর আমার দেশের ঐতিহ্যবাহী গানগুলোতে থাকে নাচ, জোরালো ড্রামের বিট এবং সামান্য গান। আমাদের সঙ্গীতে নাচই বেশি, গান তুলনামূলক কম। তাই আমি মনে করি আমরা যখন চীনা ও আফ্রিকান সঙ্গীতের এই দুই বৈশিষ্ট্যকে সমন্বয় করে নতুন কোনো গান বানাই তখন তা চীনা ও বিদেশি শ্রোতা, উভয়ের কাছেই গ্রহযোগ্যতা পায়।‘
তাদের গান শুধু চীনেই না, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে।
প্রতিবেদকঃ আব্দুল্লাহ আল মামুন
৩.
কাগজ-কাটা শিল্পকর্মের চমৎকার কারিগর শি ছিনলিং। সাংহাইয়ের কাগজ-কাটা শিল্পের একজন তরুণ উত্তরাধিকারী তিনি। এক যুগেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তার আবেগ এবং উদ্ভাবন ব্যবহার করছেন শি ছিনলিং৷
চীনে যেকোনো উৎসব উদযাপনে নতুন দীপ্তি যোগ করে কাগজ-কাটা শিল্পকর্ম। আর এই কাগজ-কাটা শিল্পকর্মের চমৎকার তরুণ কারিগর শি ছিনলিং। ১৩ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করার পর শি-কে সাংহাইয়ের পেপার-কাটিং উত্তরাধিকারী হিসাবে উপাধি দেওয়া হয়েছে। তিনি কাগজ-কাটা ঐতিহ্যের শহরের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারী।
সাংহাই পেপার কাটিংয়ের উত্তরাধিকারী হিসাবে শি এটি শেখায় আরও বেশি লোককে আকৃষ্ট করতে ইভেন্টে যোগ দেন। তিনি শিশুদের নিয়েও কাজ করছেন। তাদেরকে শিল্প প্রচার করতে শেখাচ্ছেন। তাছাড়া তিনি তরুণদেরকে এই শিল্পের প্রতি আকৃষ্ট করছেন।