বাংলা

তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ১

CMGPublished: 2023-02-24 19:12:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এর মাধ্যমে তাইওয়ানের শিক্ষার্থীরা তাইওয়ান প্রণালী দুই তীরের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি তাইওয়ানের ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে এবং একাধিক দৃষ্টিকোণ থেকে মূল ভূখণ্ড সম্পর্কে একটি বিস্তৃত ধারণা লাভ করবে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেওয়া তাইওয়ান স্বদেশীদের সর্ব চীন ফেডারেশনের ভাইস চেয়ারম্যান চি পিন।

তাইওয়ানের তরুণদের জন্য কল্যাণ প্রচার , সুযোগ তৈরি করতে থাকবে , তাদের কাছে 'ঘনিষ্ঠ বন্ধু' এবং 'গাইড' হিসেবে কাজ করবে " অল-চায়না ফেডারেশন অফ তাইওয়ান । আমি আশা করি তাইওয়ানের তরুণরা সবার সাথে হাত মেলাতে পারবে। মূল ভূখণ্ডের সহকর্মীরা এবং আমাদের মাতৃভূমির উন্নয়নে নিজেদেরকে নিবেদিত করুন,”

তাইওয়ান প্রণালীর দুই তীরের বিনিময় বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে এই অনুষ্ঠানটি হয়ে আসছে। তাইওয়ানের ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীরা অফলাইন ও অনলাইনসহ বিভিন্নভাবে এরই মধ্যে এতে যুক্ত হয়েছে।

তারুণ্যের অগ্রযাত্রা আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn