চিরায়ত চীনা সাহিত্য: সহজ দার্শনিকতার কবি ইউয়ান হোংতাও
রাজধানী
রাজধানী শহরের দেয়ালগুলো উজ্জ্বল
প্রশস্ত রাজপথে শোনা যায় লাল পোশাকধারী কর্মকর্তাদের চিৎকার
একজন শুভ্রকেশ নিঃস্ব প্রাজ্ঞ যাচ্ছেন
তার খচ্চরের জিন থেকে ঝুলছে কবিতার পুঁথি
তিনি কাজের সন্ধানে দ্বারে দ্বারে করাঘাত করছেন
দ্বাররক্ষীরা একে অপরের দিকে তাকিয়ে পরিহাস করছে
দশ জায়গাতেই ব্যর্থ হলেন তিনি
রাস্তা দিয়ে তিনি চলছেন বিষন্ন বদনে।
ধনীদের মোসাহেবী করতে সর্বদা ভয় পেয়েছেন তিনি
শুনেছেন, তোমার চাটুকারিতা যথেষ্ট চটপটে নয়।
একচোখ কালো কাপড়ে ঢাকা
প্রায় অন্ধ বৃদ্ধ মানুষটি পথ চলেন।
কবি ইউয়ান হোংতাও গদ্য লেখাতেও বেশ খ্যাতি পেয়েছেন। জীবনের নির্মম সত্যকে তুলে ধরতে তিনি কখনও ভয় পাননি। আর এই সহজ দার্শনিকতাই তাকে চিরায়ত চীনা সাহিত্যে অমর করেছে।
----------------------------------------------------------------------
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
প্রতিবেদন ও কবিতা অনুবাদ: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।