বাংলা

বসন্ত উৎসবে বিশ্বের ২৭ দেশে চীনের বইমেলা

CMGPublished: 2023-02-11 19:55:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উপলক্ষে চীনসহ সারা বিশ্ব জুড়ে নানা উদযাপনী অনুষ্ঠানের আয়োজন ছিল। এরই অংশ হিসেবে বিশ্বের বিশ্বের ২৭টি দেশে অনুষ্ঠিত হয় চীনা বইমেলা।

চায়না ন্যাশনাল পাবলিকেশন্স ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে এ বই মেলার আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর এবং জাপানসহ ২৭টি দেশে চলে এ মেলা।

মেলার বইগুলো বিদেশী পাঠকের রুচির সঙ্গে মানানসই করে বাছাই করা হয়। মেলাগুলোতে চার খণ্ডের সংকলন সি চিনপিং: দ্য গভর্ন্যান্স অফ চায়না, সিপিসি ২০তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদন এবং অনেক পুরস্কার বিজয়ী সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত করা হয়।

‘রিডিং চায়না’ থিমের সঙ্গে প্রদর্শনীতে ১৫০টিরও বেশি শিরোনাম দেয়া হয়, যার মধ্যে রয়েছে পুরস্কার বিজয়ী চীনা উপন্যাস এবং চীনা শাসন ব্যবস্থা সংক্রান্ত বই।

বিশ্বের দেশে দেশে চিত্তাকর্ষক এ মেলা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।মেলায় দর্শনার্থীরা বসন্ত উৎসবের কাপলেট লেখা, লণ্ঠনের ধাঁধা অনুমান করা এবং ঐতিহ্যবাহী চীনা চিত্র আঁকার মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অভিজ্ঞতা লাভ এবং উপভোগ করেন।

---------------------------------------------------------

চীনের সংস্কৃতি চীনের ঐতিহ্য

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল, হোসনে মোবারক সৌরভ

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

Share this story on

Messenger Pinterest LinkedIn