বাংলা

‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৩

CMGPublished: 2023-02-01 20:03:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কাঁচি দিয়ে কেটেও যে গল্প বলা যায়, অনুভূতি প্রকাশ করা যায় তা তিনি এই শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং দক্ষতা অর্জন করছেন। কোনো লাইন না টেনে এই শিল্পী পাঁচ মিনিটেই একটি প্রাণীর নকশা তৈরি করতে পারেন। তিনি বলেন, শৈশবে হস্তশিল্পের প্রতি আগ্রহী হওয়ার পর কাগজ কাটা ধীরে ধীরে তার নেশায় পরিণত হয়। তিনি যখন প্রথম শুরু করেন, তখন কাজটিকে পেশা হিসেবে নেওয়া সহজ ছিল না বলে জানান তিনি।

কাগজ কাটার জন্য আপনাকে মনোযোগ দিতে হবে । আমি ধীরে ধীরে এই শিল্পের প্রেমে পড়েছি। আমি দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো থেকে অনুপ্রাণিত হয়েছি। প্রাণী, গাছপালা -- আমি যা দেখি তাই তৈরি করার চেষ্টা করি। আমি মনে করি, যেকোনো সাফল্যের আগে ব্যর্থ হওয়াটা প্রয়োজন। যেকোনো অর্জনে এটি খুব দরকারি।

কাগজ কাটা চীনের প্রাচীনতম ও জনপ্রিয় লোকশিল্পগুলোর একটি। এতে লাল কাগজকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। বিভিন্ন আকৃতিতে কাঁচি বা এই জাতীয় উপকরণ দিয়ে কাগজ কাটা হয়ে থাকে। মূলত চীনা নববর্ষে শুভকামনা জানাতে অথবা নতুন বছরকে স্বাগত জানাতে শুভ ঐতিহ্যের অংশ হিসেবে রঙিন কাগজ কেটে সাজানো হয়ে থাকে। কাগজ-কাটা শিল্পকর্ম প্রায়ই ঘরবাড়ি সাজাতে ব্যবহার করা হয়। এগুলো ভাগ্য ও সুখের প্রতীক বলে বিশ্বাস করা হয় ।

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn