বাংলা

সিএমজি’র বর্ণাঢ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালা-২০২৩

CMGPublished: 2023-01-28 17:38:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ম্যারাথন বৈচিত্র্যের শো’টি দর্শকদের উৎসবের চূড়ান্ত পর্যায়ের আনন্দে মাত্রা যোগ করে, যখন নববর্ষের ঘণ্টা বেজে ওঠে এবং চীনের শেনচৌ-১৫ মহাকাশযান মিশনের ক্রুরা মহাকাশ থেকে তাদের শুভেচ্ছা পাঠান।

ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলাকে উদ্ভাবনী আকারে উপস্থাপন করতে অত্যাধুনিক ভিজ্যুয়াল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটি চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ উপভোগ করেন। এর মাধ্যমে চীনাদের ঐতিহ্যিক নববর্ষের আনন্দ আর সম্প্রীতি ছড়িয়ে পরে সবখানে।

১৯৮৩ সালে শুরুর পর থেকে বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি অনুষ্ঠান হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত, অনুষ্ঠানটি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন দর্শক উপভোগ করে আসছেন।

---

চীনের সংস্কৃতি চীনের ঐতিহ্য

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn