বাংলা

চোখ ধাঁধানো ডিজিটাল সেটে মুগ্ধ চীনা দর্শক

CMGPublished: 2022-12-09 17:30:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মঞ্চ নাটকের সংস্কৃতি চীনে অত্যন্ত সমৃদ্ধ। বিখ্যাত সব মঞ্চ অভিনেতারা দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মন জয় করে চলেছেন দীর্ঘকাল ধরেই। বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। তৈরি হচ্ছে ডিজটাল সেট। এতে অভিনয় কুশলতার পাশাপাশি চোখ ধাঁধানো ডিজিটাল সেটও দর্শকদের মুগ্ধ করছে। এখন থিয়েটারের পাশাপাশি অনলাইনেও পরিবেশিত হচ্ছে মঞ্চ নাটক। অনেক বেশি দর্শক নাটক দেখছেন, উপভোগ করছেন।

এ বিষয় ন্যাশনাল থিয়েটার অব চায়না’র প্রেসিডেন্ট থিয়ান ছিনসিন বলেন, ‘আগে আমরা শুধু অভিনয় দেখতাম এবং তাদের পরিবেশনা মঞ্চের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অনলাইন পরিবেশনার মাধ্যমে দর্শকরা ভার্চুয়ালি মঞ্চের উপস্থিতি অনুভব করতে পারে যদিও সেটা সেখানে বাস্তবে নেই’।

একটি তথ্য-নাটক ‘জাপানি আগ্রসনের বিরুদ্ধে চীনা জনগণের শিল্প-সহিত্যের যুদ্ধ’। এটি চীনের ন্যাশনাল থিয়েটারের সফল প্রযোজনা। এখন প্রযুক্তি ও মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অনেক নেটিজেন অনলাইনেও এটা দেখছেন।

সাংহাই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট মা ছেনফিন বলেন, ‘অনলাইন পারফরমেনসের নিজস্ব দক্ষতা ও চ্যানেল রয়েছে। তবে আমি মনে করি ভবিষ্যতে অনলাইন এবং অফলাইন পারফরমেন্স একে অন্যের পরিপূরক হবে। ডিজিটাল রূপান্তর প্রযুক্তির সঙ্গে সঙ্গে বাড়বে। দর্শকদের দৃষ্টিভঙ্গী এবং এটাকে সাদরে গ্রহণ করার মানসিকতাও বদলাবে। এগুলো যেহেতু কনটেন্টের দিক থেকে আরও সমৃদ্ধ তাই দর্শকদের অভিজ্ঞতাও ভালো হবে’।

বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার পারফর্মিং আর্টকে আরও নতুন মাত্রা দিচ্ছে, ভবিষ্যতে আরও দেবে।

এখন মিউজিকাল, কনসার্টসহ বিভিন্ন মঞ্চ পরিবেশনা অনলাইনে উপভোগ করতে পারছেন দর্শকরা।

প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ।

Share this story on

Messenger Pinterest LinkedIn