আপন আলোয়-৯৭
আপন আলোয় এ পর্বে অতিথি চাঁদপুরের প্রতিভাময়ী রবীন্দ্রসংগীত শিল্পী পূরবী দে সিমন্তি
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
নবম উছান থিয়েটার ফেস্টিভ্যাল
পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের থংসিয়াং শহরে গেল শুক্রবার শুরু হয়েছে নবম উছান থিয়েটার ফেস্টিভ্যাল।
উত্তর চেচিয়াং-এ উছান নামের জায়গাটি একটি প্রাচীন জলের শহর হিসেবে পরিচিত। যেখানে বহু যুগ ধরে সুসংরক্ষিত ভবন এবং পাথরের সেতু রয়েছে। এ উৎসব উছান শহরকে নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।
আয়োজকরা জানান, ১০ দিনের এই ইভেন্টে নাটক, সাহিত্য এবং শিল্পকলার বিষয়সহ বিশেষভাবে বাছাইকৃত নাটকের ৬৩টি পরিবেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। রঙিন পোশাক পরিহিত নাটকের জমকালো শো-সহ করা হয়েছে নানা আয়োজন। এবারের অনুষ্ঠানে প্রথবারের মতো সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসবটিকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। প্রধান প্রধান আয়োজনের মধ্যে রয়েছে থিয়েটার পারফরম্যান্স, থিয়েটার মার্কেট, আউটডোর কার্নিভাল, উদীয়মান নাট্য শিল্পীদের প্রতিযোগিতা।
এ উৎসব জলের এই শহরটিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
সড়কে সড়কে পারফর্ম্যান্সের ব্যবস্থা করা হয়েছে। এমন নানা আয়োজন দর্শনার্থীদের জন্য শহরে লুকানো রত্ন খুঁজে পাওয়ার জন্য একটি গভীর অভিজ্ঞতা দেয় বলে মনে করেন স্থানীয়রা।
উৎসবটি নাটকপ্রেমীদের জন্য উছানকে একটি তীর্থস্থানে রূপান্তরিত করেছে। কাজে সৃজনশীলতা ও মনের উষ্ণতা বাড়াতে এই ধরণের উৎসব খুব সহায়ক বলে মনে করেন আয়োজকরা।
প্রাচুর্যকে এ বছরের গালার থিম করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এ উৎসব ডিসেম্বরের ৫ তারিখ শেষ হবে।