সিচুয়ান প্রদেশের ছিয়াং জাতির বর্ণিল নববর্ষ উৎসব
ঐতিহ্যবাহী পোশাক পরে বাজনার তালে তালে নাচছে মানুষ। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছিয়াং জনগোষ্ঠীর মানুষ তাদের নববর্ষ উৎসবে মেতে উঠেছে।
ছিয়াং জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ বাস করেন সিচুয়ান ও কুইচোও প্রদেশের উঁচু পর্বতমালায়। তাই তাদের মেঘের দেশের মানুষও বলা হয়। চীনের ৫৬ জাতিগোষ্ঠীর অন্যতম ছিয়াং জাতি তাদের নববর্ষ উৎসব পালন করে চন্দ্র ক্যালেন্ডারের দশম মাসে। শরতের ফসল তোলার পর এই উৎসব হয়।
উৎসবে নৃত্য পরিবেশন ও অন্যান্য রীতিনীতি মেনে দেবতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানানো হয়। ভালো ফসলের জন্য কৃতজ্ঞতা জানিয়ে খাবার উৎসর্গও করা হয়। ঈগল তাদের অন্যতম প্রতীক। পুরোহিতকে বলা হয় শিবি। মূলত তার নেতৃত্বেই চলে বিভিন্ন রীতিনীতি পালন।
মিয়ানইয়াং সিটির পাইছুয়ান ছিয়াং স্বায়ত্তশাসিত কাউন্টির শিই গ্রামের উৎসবে সম্প্রতি পর্যটকরা উপভোগ করেন বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনা।
শিবি পুরোহিতের নেতৃত্বে নাচের দল সারা গ্রাম ঘুরে তাদের পবিত্র গাছের কাছে যায়, দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দেয়, প্রকৃতিকে ধন্যবাদ জানায়। তারা মাংকি হ্যাট পরে এবং ঈগলের মাথা আকৃতির লাঠি বহন করে। এ উপলক্ষে নারীরা নানা রকম এমব্রয়ডারি করা ঐতিহ্যবাহী পোশাক পরে।
পর্যটকরা অনেকে এই সময় গ্রামে আসেন উৎসব দেখতে। তরুণরা অনেকেই শহরে থাকে জীবিকার তাগিদে। কিন্তু উৎসব উপলক্ষে তারা গ্রামে ফিরে আসে।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলছে, ২০২১ সালের জরীপ অনুযায়ী বর্তমানে ৩ লাখ ১২ হাজার ৯৮১জন ছিয়াং জাতির মানুষ আছে। তাদের সংস্কৃতিকে ভালোভাবে সংরক্ষণ করা হচ্ছে। ভালো ফসল ও সুস্বাস্থ্য হলো নববর্ষ উৎসবের মূল প্রার্থনা। তারা নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দুর্ভাগ্যকে দূর করতে চায়। এই লোকজ উৎসবে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন। তারা লোকজ খাদ্য ও সংস্কৃতি উপভোগ করেন।
প্রতিবেদন: শান্তা মারিয়া।
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া